চলতি বছরের প্রথম তিন মাসে তিন দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। সর্বশেষ গত মঙ্গলবার দাম বাড়ানো হয় যা ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। এর ফলে খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়ে গড়ে দাঁঁড়াল আট টাকা ২৪ পয়সা, যা ফেব্রুয়ারিতে সাত টাকা ৮৫ পয়সা ছিল। আর জানুয়ারিতে ছিল সাত টাকা ৪৮ পয়সা। এবার ভোক্তা পর্যায়ে বাড়ানো হলেও পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়নি। এর আগে গত ৩০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে গড়ে ৮ শতাংশ ও ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ বাড়ানো হয়েছিল। সরকার বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নিচ্ছে। আইএমএফ ভর্তুকি সংস্কারের জন্য বলেছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকার সবচেয়ে বেশি ভর্তুকি দেয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিপুল ভর্তুকি কমাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়, এমনটিই ধারণা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মাসে মাসে দর সমন্বয় হতে পারে। এখন নির্বাহী আদেশে বাড়ানো হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। প্রাপ্ত তথ্য বলছে, গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১১ বার এবং খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। বিশেষজ্ঞরা বলছেন, সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকির মাত্রা কমানোর চেষ্টা করছে। কিন্তু এখন মূল্যস্ফীতি অনেকটাই উচ্চ পর্যায়ে আছে, সামনে মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ এভাবে লাগাতার মূল্যবৃদ্ধিতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। মূলত বর্তমানে সরকারের রাজস্ব আহরণের গতি সন্তোষজনক নয়, যে কারণে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে রাজস্ব বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষ এমনিতেই মূল্যস্ফীতির চাপে রয়েছে, এর মধ্যে গ্রাহক পর্যায়ে এক মাসে দুই দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে তাদের জীবন আরো বড় ধরনের চাপে পড়বে। আবার গ্যাস ও বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি শিল্পণ্ডকারখানার উৎপাদনেও বড় ধরনের বিরূপ প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে আরেক দফা বাড়তে যাচ্ছে মূল্যস্ফীতি। বর্তমানে ডলার সংকট মূল্যস্ফীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন করে বিদ্যুতের দাম বাড়লে পণ্যের দামেও তার প্রভাব পড়বে। শেষ বিচারে বাড়তি এই দামের বোঝা গিয়ে পড়বে ভোক্তার ওপর। যেকোনো জিনিসের দাম বাড়লে তার প্রভাব তো সর্বত্রই পড়বে। নিত্যব্যবহার্য গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাবও যে জনজীবনে সমানভাবে পড়বে-এটাই স্বাভাবিক। বিদ্যুৎ ও গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে বাড়তি টাকা খরচ করতে হবে গ্রাহকদের। একদিকে বাজারে জিনিসপত্রের উচ্চমূল্য, অন্যদিকে গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম জনসাধারণকে সমস্যায় ফেলবে। কারণ দেশের বেশির ভাগ মানুষের আয় বাড়েনি। স্বাভাবিকভাবেই জীবনযাত্রার ব্যয় সংকোচন করে বাড়তি খরচ সামাল দিতে হবে। পাইকারি পর্যায়ে বেশি হারে বিদ্যুতের দাম বাড়ানোর কারণে গ্রাহক পর্যায়ে সরবরাহকারী কোম্পানিগুলো আবার মূল্যবৃদ্ধির দাবি তুলতে পারে। খুচরায় দাম আরো বাড়ানো হলে সাধারণ মানুষের ওপর চাপ আরো বাড়বে। মূল্যস্ফীতি রোধে ব্যবস্থা নিতে হবে সরকারকে।