‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রোখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় জাতীয় ভোটার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম সরকার। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।