 
		
	বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল লতিফ তারিন বলেছেন, দেশের সর্ব উত্তরে মানচিত্রে শীর্ষে অবস্থিত জাতীয় সংসদের-১ নং আসন পঞ্চগড় জেলা হবে বাংলাদেশ কৃষকলীগের রোল মডেল। কৃষকলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। তিনি বলেন, অন্যান্য জেলা থেকে পঞ্চগড় জেলায় বাংলাদেশ কৃষকলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ও সুসংগঠিত আছে। যদি আগামী নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকা প্রতীকে আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেন তবে জনসাধারণের ভোটে বাংলাদেশী কৃষকলীগ বিজয়লাভ করবে এবং পঞ্চগড়-১ আসন পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে। তিনি বাংলাদেশ কৃষকলীগ পঞ্চগড় জেলার সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ীয় করার জন্য এখন থেকে মাঠে ময়দানে সরকারের নানামুখী উন্নয়নের কথা জনসম্মুখে তুলে ধরার আহবান করেন। গত বুধবার রাতে বাংলাদেশ কৃষকলীগ তেঁতুলিয়া উপজেলা কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। 
তেঁতুলিয়া উপজেলা শাখা বাংলাদেশ কৃষকলীগের আহ্বায়ক কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আজিজুর রহমান্ আজু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষকলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. হাবিব, পঞ্চগড় জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রুনা আকতার ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুন নাহার জেসমিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা রিয়াজুল মোল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আতাউর রহমান, যুবলীগ নেতা- আবদুল হাকিম, বুলবুল ও বিপ্লব হোসেন  প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সদস্য সচিব কবির হোসেন।