‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২ মার্চ) দিনাজপুরের ফুলবাড়ী নির্বাচন দপ্তরের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলীর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার তসলিমা খাতুন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ। শেষে দিনব্যাপী জাতীয় পরিচয়পত্র বিতরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্তকরণ অনুষ্ঠিত হয়।