গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কাপাসিয়া পরিষদ উপজেলা মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে সমাবেশ হয়। উপজেলা বিআর ডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। প্রধান আলোচক হিসেবে ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার।কাপাসিয়া থানার অফিসার ইনসার্চ এএফএম নাসিম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা দেশ স্বাধীনের পর থেকে অধ্যাবধি পর্যন্ত আনসার ভিডিপি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকা-ে জড়িত থেকে দেশের উন্নয়নে জন্য কাজ করে এদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ায় বিশেষ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সমাবেশে আনসারদের বেতন ভাতাদি বৃদ্ধির জন্য প্রধান অতিথির মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট জোর দাবি করেন।