কালীগঞ্জ পৌরসভার কাশিপুর বেদে পল্লীতে সামাজিক বিষয়াদি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে গত ২৯ নভেম্বর মোঃ আরিফ(৪৮)কে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে যশোর সদর হাসপাতালে নেওয়ার পরে ভিকটিম মৃত্যবরণ করেণ। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২৬ ফেব্রুয়ারি ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ওই চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত আসামি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন একতারপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী-মোঃ ফয়সাল (২৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাতমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।