মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে দুই কোটিরও অধিক টাকা ব্যায়ে নির্মিত সেতটিু অচল পড়ে রয়েছে সেতুর পূর্ব পাশের সড়ক ও সংযোগ সড়ক নির্মিত না হওয়ার কারণে।
সূত্র জানায়,উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর ওয়াজীর আলী উচ্চবিদ্যালয় সংলগ্ন সেতুটি ভবেরচর ও লক্ষীপুর সরকার বাড়ি এলাকার মধ্যে সংযোগ স্থাপনসহ ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কের ভবেরচর
বাসষ্ট্যান্ড হতে উপজেলা সদর পর্যন্ত বিকল্প রুট
হিসেবে ব্যবহার করা যেত।কিন্তু সেতু নির্মাণের পাঁচ বছর অতবিাহিত হলেও সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক ও গাইডওয়াল নির্মাণ না হওয়ায় সেতুটি যানবাহন ও পথচারীদের জন্য চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।
গজারিয়া উপজেলা প্রকৌশলীর কার্যলয় সূত্রে জানা
গেছে, প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে নির্মিত সেতু অচল হয়ে আছে সেতুর পূর্ব প্রান্তের ব্যক্তি মালিকানা জমিতে সংযোগ সড়ক নির্মাণ করতে না দেয়ার কারণে।
স্থানীয় সূত্রে জানা যায় ,ব্যক্তি মালিকানা জমিতে সেতুর পূর্ব প্রান্তের কাঁচা রাস্তা ও সংযোগ সড়ক নির্মাণে বাধা প্রদান করেন জমির মালিকেরা।
লক্ষীপুরা গ্রামের বাসিন্দা, ভবেরচর ইউনিয়ন
পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন
মুন্সী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সেতুর পূর্ব
পাশের উভয় দিকে চড়া মূল্যের ব্যক্তি মালিকানা জমি
থাকায় সংযোগ সড়ক নির্মাণ করা যাচ্ছে না, জমি অধিগ্রহনের টাকা তো সেতুর বাজেটে ছিল না। তারপরও ইউপি পরিষদের পক্ষে সেতুটি সচল করার
জন্য নানামুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে। তিনি
আরো জানান, লক্ষীপুরা গ্রামের কয়েক হাজার
বাসিন্দা ছাড়াও আমার ওয়ার্ডের চার শতাধিক
শিক্ষার্থী রয়েছে ওই সেতু ব্যবহার করে।
শনিবার দুপুরে ভবেরচর ইউনিয়নের ৭ নং
ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেন মুন্সীর উপস্থিতিতে সেতুর পাশের বাসিন্দা স্থানীয় জামাল মাওলানার বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন এলাকাবাসী, তাদের দাবী উল্লিখিত রাস্তাটি ব্যক্তি মালিকানা জায়গায়, এটা কোন সরকারী রাস্তা নয়।
ভবেরচর ইউপি চেয়ারম্যানের মৌখিক আশ্বাসে
স্থানীয় মেম্ববার রাস্তাটি চলাচল উপযোগী করতে
রাস্তায় ছডিয়ে ছিটিয়ে থাকা ইটাগুলো উঠিয়ে
রাস্তার পাশে স্তুপ করে রেখেছে। কিন্তু গত ২০
ফেব্রুয়ারি একাধিক দৈনিকে মেম্বার মোশারফ
হোসেনের বিরুদ্দে সরকারী রাস্তার ইট বিক্রির
অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মেম্বার ও স্থানীয়দের দাবী প্রতিবেদনটি সঠিক নয়।
তারা প্রকাশিত প্রতিবেদনের নিন্দা জানান।
গজারিয়া উপজেলার উপণ্ডসহকারী প্রকৌশলী
মোহাম্মদ হোসেন নিশ্চিত করেন,, উল্লিখিত
সেতু সংলগ্ন পূর্ব পাশে সরকারী কোন রাস্তা নেই
। গজারিয়া প্রকৌশলী কার্যলয়ের একটি সূত্র দাবী
করেন, এক পাশের রাস্তার ব্যবস্তা না করেই কোটি
টাকা ব্যায়ে সেতু নির্মাণ করায় প্রশ্ন উঠেছে
জনমনে।