আইএমএফ থেকে ঋণ নিতে যে শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে তাতে অর্থনীতির বর্তমান সময়ে চরমভাবে চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ। কারণ, এই ঋণের জন্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)এর মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দেওয়া, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিয়ে একটিই দাম ঠিক করা, জ¦ালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে সব সময় সমন্বয় করা, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব সংগ্রহের হার বৃদ্ধি, সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমিয়ে দেওয়া ইত্যাদি। আইএমএফ-এর শর্ত অনুযায়ী যদি ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দেওয়া হয় তাহলে ব্যাংকগুলো ঋণের সুদ বাড়িয়ে দেবে। এতে পণ্য ও সেবা উৎপাদনের খরচ বাড়বে। তাতে পণ্যের দামও বেড়ে যেতে পারে, যার ভুক্তভোগী হবেন সাধারণ মানুষ। সরকার জ¦ালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে জিনিসপত্রের দামের ওপর এর প্রভাব পড়েছে। সরকার এসব বিষয়ে আর ভর্তুকি দিতে রাজি চাচ্ছে না। জ¦ালানি তেল ও গ্যাসের দাম বাড়িয়ে বর্তমানে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছিই আছে। সারে অবশ্য ভর্তুকি বহাল আছে এবং থাকবেও। এ ব্যাপারে আইএমএফও কিছু বলেনি। আর সঞ্চয়পত্র বিক্রি করে প্রতিবছর অভ্যন্তরীণ ঋণের যতটুকু সংগ্রহ করে সরকার, তা এক-চতুর্থাংশে নামিয়ে আনার কথা বলেছে আইএমএফ। অর্থমন্ত্রী ও গভর্নর এতে রাজি বলে চিঠিতে উল্লেখ করেছেন। মুনাফা থেকে কর কেটে রাখার বাধ্যবাধকতা আরোপ করায় সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন এমনিতেই কম। আইএমএফের পরামর্শ মেনে সরকার এখন আরও কিছু বিধিবিধান তৈরি করবে, যাতে সঞ্চয়পত্র বিক্রি চূড়ান্ত বিচারেই তলানিতে নামবে। আইএমএফ বলেছে ২০২৬ সালের মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশের মধ্যে ও বেসরকারি খাতের ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনতে। ব্যাংকের পুনঃতফসিল করা ঋণকেও খেলাপি ঋণের হিসাবে আনা হচ্ছে, যা আগামী জুনের মধ্যে কার্যকর হবে বলে আইএমএফকে জানিয়েছে বাংলাদেশ। দেশ কোনো বিচ্ছিন্ন অস্তিত্ব নয়, কিংবা কেবল একটি ভূখ- নয়। দেশের ধারণা গড়ে উঠেছে সেখানে বসবাসরত মানুষের সার্বিক কল্যাণ বিবেচনা করে। তাই দেশের সমৃদ্ধি মানেই হলো সাধারণ মানুষের জীবনমান উন্নত করা। কিন্তু যদি সেই সমৃদ্ধির সুফল গুটিকয় মানুষের কল্যাণে বর্ষিত হয়, তাহলে তা গ্রহণযোগ্য নয়। সমৃদ্ধির জন্য দেশি-বিদেশি সংস্থার কাছ থেকে যে ঋণ নেওয়া হয়, তার সুফল সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে কিনা সে বিষয়েই প্রশ্ন থেকে যায়। তাই আইএমএফ-এর দেয়া কোন শর্তগুলো জনজীবনে ভোগান্তি ডেকে আনবে সে বিষয়ে সরকারকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তাই আশা করি সরকারের সঠিক পদক্ষেপে স্বস্তির সন্ধান খুঁজে পাবে নিম্ন আয়ের সাধারণ মানুষ।