মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিরলক্ষ্যে ৭দিন ব্যাপী ভ্রাম্যমান এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন হাজী রাজা প্লাজায় দ্বিতীয় তলায় প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) প্রশিক্ষণ খন্দকার মো. রুহুল আমীন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, সকলেই জীবনযাত্রা ও আর্থ-সামাজিক উন্নয়ন চায়। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও যুবমহিলাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও ঋণ প্রদান করে থাকে। তিনি বলেন, অনেকই গরু পালন করেন কিন্তু কোন গরুর মাংস বেশি, কোন জাতের গাভীর দুধ বেশী হয় তা হয়তো জানেন না।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকী সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মরিয়ম আক্তার। উপস্থাপনা করেন এ আর এস যুব ফাউন্ডেশন গজারিয়া শাখার সভাপতি শেখ সাইফুল ইসলাম। এতে ৩০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ গ্রহন করছে।