মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা। এ সময় সাথে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এহসানুল হক। সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট লাইভস্টক করতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নে প্রাণিসম্পদ উন্নয়নে সকলের সহযোগিতা কামণা করি। আগামী ২৫ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী সারাদেশে একযোগে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেই সাথে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায উপজেলার মালখানগর কলেজ মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যাতে প্রান্তিক কৃষকরা উৎসাহিত হয়, পাশাপাশি বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্মন্ধে অভিজ্ঞতা অর্জন করতে পারে। এজন্য সাংবাদিকদের ও ভুমিকা রয়েছে। তাই আপনাদের সহযোগিতা কামণা করি। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলসহ প্রেসক্লাবের কার্যকরী সদস্য নাসির উদ্দিন, সাংবাদিক মো. হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মাসুদ, মো. মস্তফা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল খন্দকার, প্রচার ও অফিস সম্পাদক আজাদ বিন আজম নাদভী, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আজিম হাওলাদার,সদস্য মিজানুর রহমান প্রমুখ।