প্রতিবছর ১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিচ্ছে সরকার। এ উদ্যোগ প্রশংসনীয়। তবে এখনো দেশের বহু শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্যবই না পৌঁছায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাবে এখনো ২৬ লাখ বই পাঠানো সম্ভব হয়নি। যদিও মুদ্রাকররা বলছেন, অন্তত ১ কোটি বই সরবরাহ হয়নি। সরবরাহ না হওয়া বইয়ের সবই মাধ্যমিক স্তরের। যার মধ্যে সবচেয়ে বেশি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির। এদিকে বিতর্কের মুখে সম্প্রতি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই বাতিল করা হয়েছে এবং আরও দুটি বই সংশোধনের কাজ চলছে। আমূল পরিবর্তনের সুপারিশ এলে বই দুটি আবার মুদ্রণের প্রয়োজন হবে। সব প্রক্রিয়া শেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা কতদিন পর আলোচিত বই দুটি পাবে তাও অনিশ্চিত। বিনামূল্যের পাঠ্যবই দিয়ে প্রতিবছর নানারকম সমস্যা দেখা দেয়। এ বছরের সমস্যা অন্য বছরের তুলনায় গুরুতর। এবার কাগজ সংকটে তাড়াহুড়া করে বছরের শেষদিকে ছাপার কাজ শুরু করায় বইয়ে বেশকিছু ভুল থেকে গেছে। প্রাথমিক ও মাধ্যমিক বিনামূল্যের বই দেশের বিভিন্ন স্থানে দোকানে বিক্রি হচ্ছে। অতীতেও আমরা এমনটি লক্ষ করেছি। বিনামূল্যের বই সব শিক্ষার্থীর হাতে সময়মতো না পৌঁছালেও সংশ্লিষ্ট বিভাগের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে দোকানিরা সময়মতো পেয়ে যান। কর্তৃপক্ষ এ বিষয়ে দায়সারা বক্তব্য দিলেই কি তাদের দায় শেষ হয়ে যায়? জানা যায়, একটি প্রতিষ্ঠানের কাছেই আটকে আছে ১০ লাখ বই। এই প্রতিষ্ঠানটি অর্থ সংকটে সময়মতো মুদ্রণকাজ শুরু করতে পারেনি। প্রশ্ন হলো, এমন প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হলো কেন? দেশে একটি চক্র গড়ে উঠেছে যাদের কাছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জিম্মি হয়ে পড়েছে। কিছুসংখ্যক শিক্ষক ও তাদের কর্মচারীর কারণে শিক্ষা খাতে যে নৈরাজ্য চলছে, এর অবসানে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। যাদের কারণে বই মুদ্রণ ও বিতরণে দেরি হলো, তাদের যথাযথ জবাবদিহির আওতায় আনা দরকার। বই উৎসবের কাজটি সুচারুভাবে সম্পন্ন করা কি এতই কঠিন? কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যায়। এর কি কোনো সমাধান নেই? শিক্ষার্থীদের হাতে নির্ভুল-মানসম্মত বই সময়মতো পৌঁছে দিতে কর্তৃপক্ষকে পেশাদারি ও আন্তরিকতার পরিচয় দিতে হবে।