জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের দারুন নিমাহ হিফজুল কুরআন মাদ্রাসাকে দুই শত টাকা জড়িমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার কারণে ওই জড়িমানা করা হয়। ২১ ফেব্্রুয়ারি বিকালে ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী। জানা যায়, মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও বকশীগঞ্জের দারুন নিমাহ হিফজুল কুরআন মাদ্রাসা তাদের প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেননি। ঘটনার খবরে পেয়ে মোবাইল কোর্ট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় দুই শত টাকা জড়িমানা করা হয়। জড়িমানার টাকা পরিশোধ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু সাইদ। বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী জানান, সরকারী আইন অমান্য করায় প্রতিষ্ঠানকে জড়িমানা করা হয়েছে। জড়িমানার টাকা পরিশোধ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু সাইদ।