পূর্ব নির্ধারিত স্থান হঠাৎ পরিবর্তন। সভার ব্যানার উপজেলা পরিষদের চেয়ারম্যানের দপ্তরে। আর সভা বসে উপজেলা পরিষদ ও প্রশাসন ভবনের দ্বিতীয় তলার বারান্দায়। সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভা শুরু হলেও ৪-৫ জন নিয়ে ব্যানারসহ কক্ষে বসে থাকেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম। সভা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ব্যানারসহ দপ্তরেই বসা ছিলেন তিনি। রোকেয়া বেগম বলেন জীবনে এই প্রথম বারান্দায় জাতীয় দিবসের সভা হতে দেখলাম। বিষয়টিকে ঘিরে সভায় অংশগ্রহণ করতে আসা লোকজনের মধ্যে সংশয় তৈরী হয়। বারান্দার সভায় প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। এ সময় প্রধান অতিথির পাশে ছিলেন নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। উপজেলা চেয়ারম্যানের কক্ষে ব্যানার। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ওই কক্ষে বসা। ব্যানার ছাড়া আপনারা বারান্দায় সভা করতে বসছেন কেন? গণমাধ্যম কর্মীর এমন প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, এটা কোন বিষয় না। ব্যানার ওই কক্ষে লাগিয়েছিলাম। প্রয়োজনে এখন এখানে (বারান্দায়) লাগিয়ে নিব। নাম প্রকাশ না করার শর্তে সভায় আসা একাধিক ব্যক্তি বলেন, জীবনে কখনো এ জাতীয় সভা অফিসের বারান্দায় হতে দেখিনি। এটাও স্থানীয় আওয়ামী লীগের গ্রুপিং এর অংশ। এ ছাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর মহিলা এমপি'র প্রয়াত স্বামী আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার আসামী। তাই ওই কক্ষে হয়ত বা তিনি বসতে চাননি।