সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ ও নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস জানান,এবার হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভাসহ ৩ টি ইউনিয়নে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২০০ জন ও ১২ মাস থেকে ৫ বছর বয়সী ৯ হাজার ৪৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া হবে।