ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুকসাইর গ্রাম সাহিত্য কেন্দ্র উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে শাহাদত হোসেন মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহাদত হোসেন মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার রোধ এবং ক্ষুদে শিক্ষার্থীদের সঞ্চয়ে উৎসাহিত করতে গ্রাম সাহিত্য কেন্দ্র পক্ষ থেকে ওই বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে প্রতিমাসে ২০০ টাকা হারে তিন বছর মেয়াদী এনআরবিসি, গফরগাঁও শাখা ব্যাংকের শিক্ষার্থী সঞ্চয় প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতি শিক্ষার্থীরা প্রতিমাসে ৫০ টাকা এবং গ্রাম সাহিত্য কেন্দ্র পক্ষ থেকে ১৫০ টাকা দেওয়া হবে আগামী তিন বছর এ প্রকল্পটি চালু রাখতে।
গ্রাম সাহিত্য কেন্দ্রের সভাপতি হাম্মাদ হোসেন নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নূরে আলম ভূইয়া, কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ হারুনূর রশিদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজা ইয়াছমিন ও প্রধান শিক্ষক শামীমা নাসরিন। অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন গ্রাম সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শফিকুল কাদির।