গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাঙ্গাল হাওলা দূর্বাটি গ্রামের মরহুম আশরাফী আবদুল গণি মিয়া কনিষ্ঠ সন্তান এড. আশরাফী মেহেদী হাসান গাজীপুর জেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তিনি ইতঃপূর্বে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব যতœ ও নিষ্ঠার সাথে পালন করেছেন। এড. আশরাফী মেহেদী হাসান ২০০৮ইং সালে কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি একাধারে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য ও যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
নব-গঠিত গাজীপুর জেলা আওয়ামী লীগের কমিটিতে পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি, ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং সকলের নিকট দোয়া কামনা করেন। এ্যাড. আশরাফী মেহেদী হাসান এর চাচা মরহুম সবুর আশরাফী তৎকালীন গাজীপুর মহকুমা’র কালীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
এড. আশরাফী মেহেদী হাসান বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশের সংবিধান রচয়িতা কমিটির অন্যতম সদস্য (৭০ এ প্রাদেশিক পরিষদের সদস্য) মরহুম এ্যাড. ফকির শাহাবুদ্দিন আহমেদ এর ভাগিনা। তিনি ব্যক্তিগত জীবনে আইন পেশায় জড়িত। তা ছাড়া তিনি দৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন।