ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ চুরির মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আল আমিন (৩২)কে গ্রেপ্তার করেছে। আল আমিনের নামে চুরির মামলার দুই বছরের সাজার ওয়ারেন্ট রয়েছে। তার বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। বাবার নাম মোঃ মোকলেছ মোল্লা।
পুলিশ জানায়, সাজার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি ফারুক আহমেদের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স গত মঙ্গলবার রাতে রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে একই রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গন্ডগ্রাম থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আতিকুল ইসলাম (২৪) এবং গাজীপুরের শ্রীপুর এলাকার মাওনা থেকে ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী জসিম উদ্দিন (৩৫) কে আটক করে। আটককৃত মাদক কারবারী আতিকুল ইসলাম পুখুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও জসিম উদ্দিন ষোলহাসিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। এছাড়াও পুলিশ আইনের মামলায় চরআলগী ভুরাকালী চর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মওদুদ আহম্মেদ (৩০)কে আটক করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারীসহ অন্য আসামীকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।