ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক।
বুধবার দুপুর ১২ টায় নগরকান্দার শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন। শিক্ষার্থীদের সাথে পাঠদান কার্যক্রম বিষয়ে কথা বলেন। শিক্ষার্থীদেরকে নিয়মিত স্কুলে আসার উপর তাগিদ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান করেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ও শিক্ষার্থীদের কে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করুনের লক্ষে মাল্টিমিডিয়া ক্লাস নেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, সিনিয়র শিক্ষক হরিশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক (কম্পিউটার) রুমা খানম সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।