মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশবাসী। বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে মশা। রাতে তো বটেই দিনের বেলায়ও চলছে তার সমানে আনাগোনা, মশারি টাঙ্গিয়ে কয়েল জ্বালিয়ে কিংবা মশা-নাশক ওষুধ স্প্রে করেও রক্ষা পাঁচ্ছে না সাধারণ মানুষ। মশা নেই এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন। এই মশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার কোমলমতি ছাত্রছাত্রী ও গর্ভবতী মায়েরা। মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়া উল্লেখযোগ্য। কেউ কেউ দিনের বেলায়ও মশারি টানিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। বাসা-বাড়ি, অফিস-আদালত, অভিজাত এলাকা থেকে শুরু করে রাজধানীর সর্বত্র মশা দাপিয়ে বেড়াচ্ছে। কোথাও স্বস্তিতে কাজ করা যাচ্ছে না। প্রতিবছর এই মশা নিধনের জন্য দুই সিটি করপোরেশন ব্যয় করছে কোটিকোটি টাকা কিন্তু তাতে মশা বংশ বিস্তার রোধ করা যাচ্ছেনা। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে জানা গেছে, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পৌরসভাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা, অপরিকল্পিত উন্নয়ন কর্মযজ্ঞ ও ড্রেনগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ না থাকাকে মশার বংশবিস্তারের অন্যতম কারণ। সঙ্গত কারণেই সংশ্লিষ্টদের কর্তব্য হওয়া দরকার এই বিষয়গুলোকে সামনে রেখে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। আমাদের মনে রাখতে হবে দেশে মশা-বাহিত রোগে আক্রান্তের সংখ্যা কমেনি। বরং বেড়েছে কয়েকগুণ। এছাড়াও ডেঙ্গুর ছড়াছড়ি চলছে দেশজুড়ে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এবার যে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, তা কয়েক মাস ধরেই আলোচনায় আসছিল। কিউলেক্স মশার গুণগুণ শব্দ আর কামড় শহর-নগর-বন্দর জুড়ে মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এডিস মশার মতো ভয়াবহ না হলেও এ মশার কামড়ে অনেক সময় গোদরোগ হয়। এটি হলে হাত-পা ফুলে শরীরের বিভিন্ন অংশ বড় হয়ে যায়। যে কোন উপায়ে মশা নিয়ন্ত্রণ করতে হবে। এখনই মশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে মশার ঘনত্ব বেড়ে চরমে পৌঁছাবে। এমনকি অতীতের ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দুই সিটি কর্পোরেশনকে দেখে যায় শহরের নালা, ডোবা, পুকুর ও পরিত্যক্ত জলাশয়ে মশার ওষুধ ছিটাতে কিন্তু এইসব ওষুধের কার্যকারিতা কতোটুকু তা আগে পরীক্ষা করে দেখতে হবে। শীতের সময় সাধারণত মশার উপদ্রব বৃদ্ধি পায়। এ সময় বৃষ্টিপাত না হওয়ায় মশার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত ড্রেন, নর্দমা ও জলাশয়গুলোতে পানির ধারা থাকে না। নোংরা পানি জমে থাকায় তা মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। এ বিষয়টি সকলেরই জানা। এ সময় যদি এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচল রাখা হয়, তবে মশা নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। রাস্তা খোঁড়াখুঁড়ি করে দিনের পর দিন ফেলে রাখায় তাতে পানি জমে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। এ বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় নিতে হবে। মশার ওষুধ ছিটানোর ব্যাপারে সব এলাকায় সমান দৃষ্টি দেয়া প্রয়োজন। যেহেতু মশা নানা রোগের ভাইরাস ছড়ায়, সেহেতু মশার কামড় থেকে সুরক্ষাই সেসব রোগ থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায়। এ বিষয়ে কর্তৃপক্ষ আরও দায়িত্বশীলতার পরিচয় দেবে এটাই প্রত্যাশা।