বরগুনার বামনা উপজেলার দক্ষিণ বুকাবুনিয়া এলাকা থেকে মঙ্গলবার এক কেজি গাঁজাসহ মো.আউয়াল সিকদার(২৭) নামে একজনকে আটক করেছে বামনা থানা পুলিশ। আটককৃত মো.আউয়াল সিকদার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী গ্রামের মো.জাহাঙ্গীর সিকদারের ছেলে। তবে আটককৃত মো.আউয়াল সিকদারের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার পিতার নাম আবুল কালাম, মাতা.রেনুয়ারা বেগম, গ্রাম-ভাদুঘর(উত্তর ভাদুঘর), উপজেলা- ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া। থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, বরগুনার বামনা উপজেলার দক্ষিণ বুকাবুনিয়া গ্রামের সৎ নানা মো.খাবির উদ্দিন আকনের বাড়িতে ১৩ই ফেব্রুয়ারি (সোমবার) রাতে গাঁজা নিয়ে মো.আউয়াল সিকদার বেড়াতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার অফিসার ইনচার্জ মো.বশির আলমের নেতৃত্বে এসআই কে এম রাশিদুর রহমান ও এসআই দেবাশীষ হাওলাদার সংগীয় ফোর্সসহ মঙ্গলবার বেলা পোনে ১টায় গাঁজা বিক্রয়ের সময় আউয়াল সিকদারকে মো.খাবির উদ্দিন আকনের বাড়ি থেকে আটক হয়ে। আউয়াল সিকদারের স্বীকার উক্তি অনুযায়ী ওই বাড়িতে তল্লাশি করে পলিথিন ব্যাগে রক্ষিত এক কেজি গাঁজা উদ্ধার করে। বামনা থানার এসআই কে এম রাশিদুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মো.আউয়াল সিকদারের বিরুদ্ধে বামনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।