ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আবদুর রহমান ডিগ্রি কলেজের নব নির্মিত অ্যাকাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনাসভা মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ সভাপতি মোঃ শাহান শাহ্ খান বুলবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল বাসার মনি, উস্থি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা, দত্তের বাজার ইউপি চেয়ারম্যান মোছাঃ রোকসানা বেগম ও লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন সরদার। কলেজের সহকারী অধ্যাপক এস. এম. মাহবুবুল আলম মানিক ও প্রভাষক মোঃ মোসাব্বিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম প্রমূখ।