শীতের আড়ষ্টতা ভেঙে জেগেছে প্রকৃতি। দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। কোকিলের কুহুতান শোনা যাচ্ছিল কয়েক দিন আগ থেকেই। শুকনো পাতা ঝরে জন্ম নিয়েছে নতুন কচি পাতার। দখিনা বাতাসে ভাসছে পাখিদের গান। হৃদয়ের ব্যাকুলতা নিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতির ধারায় বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে পালন করা হয় ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। এ উৎসবটির একটি ঐতিহ্যময় ইতিহাস আছে। মোগল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন ১৫৮৫ সালে। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। এই উৎসবকে সামনে রেখে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে চলছে বসন্তের শুভেচ্ছা বিনিময়। প্রতিবছরের মতো এবারও রাজধানীসহ দেশের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ তরুণ-তরুণীরা নামবে পথে প্রান্তরে। আর রাজধানী ঢাকার বুকে বাসন্তী সাজে তারা ঘুরে বেড়াবে শাহবাগের প্রজন্ম চত্বর, চারুকলা আর টিএসসিতে। অমর একুশে গ্রন্থমেলা পরিণত হবে মানুষের বাসন্তী রঙের প্রাঙ্গণে। রমনা পার্ক, জাতীয় সংসদ, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেন, চারুকলার পেছনের সবুজ প্রাঙ্গণে ঘুরতে বেড়াবে রাজধানী-বাসী। ভাষার মাস ফেব্রুয়ারি আর বইমেলার মধ্যে বসন্তের আগমন এক অন্যমাত্রা যোগ করে প্রতিবছর। মহান একুশে ফেব্রুয়ারির কারণে ফাল্গুন উৎসবের সঙ্গে সঙ্গে ভাবগাম্ভীর্যও যুক্ত হয়েছে এই ফাল্গুনে। এ ছাড়া এই বসন্তে পাশ্চাত্যের সংস্কৃতির ভ্যালেন্টাইন ডে স্থান করে নিয়েছে দেশের তরুণ-তরুণীর মনে। কয়েকবছর আগে এই বসন্তেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে প্রকাশক-লেখক-ব্লগারের উপরে নিন্দনীয় প্রাণঘাতী হামলা। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর মনোযোগে গেল বছরগুলোতে সেসব ঘটনা বন্ধ হয়েছে। আমরা আশা করি, সরকারের দক্ষ ব্যবস্থাপনায় বাংলা বর্ষের শেষ সময়েও যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধের ধারাবাহিকতা বজায় থাকবে। এ ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশে যেকোনো উৎসব আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আরও মনোযোগী ও কার্যকর ভূমিকা রাখতে হবে। তাহলেই জাতীয় জীবন আরও গতিশীল হয়ে উঠবে। বাসন্তী ভালোবাসায় উজ্জ্বল হোক সবার নিত্য সময়।