কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয় এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ ১৩ ফেব্রুয়ারি সকালে শুরু হয়েছে। বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনয়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। দুইদিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে কিরাত, গীতা পাঠ, হামদ, না 'ত, ইংরেজি কবিতা আবৃত্তি, সংবাদ উপস্থাপন, নৃত্য ও রবীন্দ্র সংগীতে নির্ধারিত প্রতিযোগিরা অংশ নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করা হয়। এ সময় বিচারক কবি হুমায়ুন সিদ্দিকী, জাহাঙ্গীর মোহাম্মদ, আমিনুর রশিদসহ অন্যান্য বিচারক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন, সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, আবদুল মজিদ খান, নুরুল কবির সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। বিভিন্ন ইভেন্টে অর্ধশতাধিক প্রতিযোগি অংশ নেয়।