দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় দীর্ঘ দুই বছর পর পঞ্চগড়ের আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা সহ ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুশ, জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন। পরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ আমন্ত্রীত অতিথিগণ।