কুমিল্লার নাঙ্গলকোট হাজী বাদশা আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে নবীন বরণ ও বিজ্ঞান সেমিনার শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ দাতা ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফা কামাল, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চট্রগ্রাম বিভাগ সদস্য ডাঃ মোঃ মোবাশ্বের আলী খাদেম বাবু, সদস্য ডাঃ আশরাফুল নেছা, বিশেষ আলোচক ছিলেন, ডাঃ রাতুল মাহমুদ সজল, কুমিল্লা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সাইফুল ইসলাম, নোয়াখালি এম.এ রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ প্রতিভা রাণী রায়। কুমিল্লা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের রোটার প্রভাষক ডাঃ আবদুস সাত্তার ভূঁইয়া, মৌকরা দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন, চাঁন্দাইশ মাদ্রাসার শিক্ষক মাও মুকবুল আহম্মদ ভূঁইয়া, কাশিপুর বালিকা মাদ্রাসা সুপার মাও শরিফ মো বেলাল হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডাঃ আব্দুল্লাহ মোতালেব, উপাক্ষ্যক্ষ ডাঃ মহসিন, অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ গিয়াস উদ্দিন, ডাঃ নিজাম উদ্দিন সালেহী।