ভয়াবহ ভূমিকম্প কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। এদিকে উদ্ধারকাজ যত এগোচ্ছে তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দুই দেশে এখনও পর্যন্ত ২৯ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে সাহায্যের জন্য গোট বিশ্বের দিকে তাকিয়ে তুরস্ক ও সিরিয়া। একাধিক দেশ সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছে। এবার এক অজ্ঞাত পরিচয় পাকিস্তানি ব্যবসায়ী তুরস্ক ও সিরিয়াকে সাহায্যার্থে ৩০ মিলিয়ন মার্কিন ডলার দান করলেন। পাকিস্তানি মুদ্রায় যার পরিমাণ ৮০ কোটি ৭৮ লাখ রুপিরও বেশি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যবসায়ী নিজের পরিচয় আত্মগোপন করেই তুরস্ক ও সিরিয়ার ত্রাণ তহবিলে এত টাকা তুলে দিলেন। এই ব্যবসায়ীর এই পদক্ষেপের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার শাহবাজ শরিফ টুইটে লেখেন, যুক্তরাষ্ট্রে তুরস্কের দূতাবাসে প্রবেশ করে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ মিলিয়ন ডলার দিলেন এক বেনামি পাকিস্তানি ব্যবসায়ী। তার এই উদাহরণ দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। তিনি টুইটে আরও লেখেন, মানুষের হিতের জন্য এই ধরনের কাজ বিভিন্ন প্রতিবন্ধকতাকে জয় করতে সাহায্য করে। তুরস্কের স্থানীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক ইওসুফ এরিম এই পাকিস্তানি সাংবাদিকের প্রশংসা করেছেন। এরআগে বৃহস্পতিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল ও ত্রাণসামগ্রী সংগ্রহের তদারকির জন্য একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করেছিলেন শাহবাজ। এছাড়াও ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে সময়মতো তহবিল ও ত্রাণ সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে কমিটি প্রতিদিন বৈঠক করছে। এদিকে, পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) আজ বলেছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এবং তুর্কি এয়ারলাইন্স দ্বারা লাহোর থেকে তুর্কিয়েতে আরও দুটি ত্রাণ চালান পাঠানো হয়েছে। পৃথকভাবে, পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) একটি বিবৃতিতে বলেছে, তাদের বিমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করা সাড়ে ১৬ টন মানবিক সহায়তা বহন করে দক্ষিণ তুর্কিয়ের আদানা পৌঁছেছে।