ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, ‘সামনের কয়েক সপ্তাহের মধ্যে’ ব্রাজিলে ফেরার পরিকল্পনা করছেন তিনি। এক মাসেরও বেশি সময় ধরে বোলসোনারো যুক্তরাষ্ট্রে আছেন; তিনি আরও অনেকদিন দেশটিতে থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে বোলসোনারো শনিবার তার এ পরিকল্পনার কথা জানান, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। গত বছরের নির্বাচনে জেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এ বছরের ১ জানুয়ারি শপথ নেন, তার দুইদিন আগে বিদায়ী প্রেসিডেন্ট বোলসোনারো ফ্লোরিডায় উড়ে যান। পরে তিনি যুক্তরাষ্ট্রে থাকতে ৬ মাসের ট্যুরিস্ট ভিসার আবেদনও করেন। “বাড়ির মতো কোনো জায়গা নেই। আমরা জানি, ব্রাজিল একটি চমৎকার দেশ,” সিএনএনের পোস্ট করা অনলাইন ভিডিওতে বোকা রুটনে জড়ো হওয়া ব্রাজিলিয়ানদের উদ্দেশ্যে এমনটাই বলতে দেখা গেছে বোলসোনারোকে। “আমিও ব্রাজিলে ফিরতে চাই। সামনের কয়েক সপ্তাহের মধ্যে ব্রাজিলে ফেরার ইচ্ছে আছে আমার,” বলেছেন তিনি। শিগগিরই ব্রাজিলে ফেরা বোলসোনারোর জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে, তার বিরুদ্ধে দেশে সহিংস নির্বাচন অমান্য আন্দোলন উসকে দেওয়ার অভিযোগ আছে। গণতন্ত্রবিরোধী বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরুতে রাজি হয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। বোলসোনারো সমর্থকদের ওই গণতন্ত্রবিরোধী বিক্ষোভ শেষপর্যন্ত ব্রাসিলিয়ার বিভিন্ন সরকারি ভবনে আছড়ে পড়ে সমাপ্ত হয়। গত মাসে ডানপন্থি এই সাবেক প্রেসিডেন্টের আইনজীবী রয়টার্সকে বলেছিলেন,“পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করার আগে পর্যটক হিসেবে কয়েক মাস যুক্তরাষ্ট্রে কাটাবেন বোলসোনারো।”বিষয় সম্বন্ধে অবগত মার্কিন এক কর্মকর্তা কয়েকদিন আগে বলেছিলেন, ২২ ফেব্রুয়ারি কার্নিভাল উৎসব শেষ হওয়ার পরই বোলসোনারো ব্রাজিলে ফিরবেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।