সাবেক এম এল এ,এম এন এ আবদুল হাকিম সরকার স্মৃতি সংসদের উদ্যোগে শুভ্র এ- সুমাইতা এগ্রো ফার্ম এর আয়োজনে ভলিবল টুর্নামেন্টে-২০২৩ করা হয়েছে। টুর্নামেন্টেটি গত ১০ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে রুপনারায়নকুড়া ইউনিয়নের নিজপাড়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট মডেল উচ্চবিদ্যালয় (এসই্এসডিপি) মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টেটির সার্বিক সহযোগিতায় রয়েছেন, মানিকগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ময়নুল হাসান নাহিদ।
মুঠোফোনের বক্তব্যের মধ্য দিয়ে খেলাটি শুভ উদ্বোধন করেন, নকলা-নালিতাবাড়ীর সাংসদ ও মহান জাতীয় সংসদের উপনেতা অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী। উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সরকার গোলাম ফারুকের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক, ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু, সিনিয়র সাংবাদিক এম হাকাম হীরা, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি মান্নান সোহেল সহ অসংখ্য নেতাকর্মী জন প্রতিনিধিসহ ক্রীড়া দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য আবু ইলিয়াস সাদ্দাম। উদ্বোধন অনুষ্ঠানে দুটি দল অংশগ্রহণ করেন নালিতাবাড়ী ফ্রেন্স ক্লাব বনাম কাকরকান্দি বাজার।