পঞ্চগড়ের বোদায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আওয়ামী লীগের শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ১০টি ইউনিয়নে শান্তির সমাবেশ পালন করেন স্ব-স্ব ইউনিয়ন আওয়ামীলীগ। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি। এছাড়াও ঝলইশালশিরি, ময়দানদিঘী, বেংহারী বনগ্রাম, বড়শশী, মাড়েয়া বামনহাট, সাকোয়া, চন্দনবাড়ী, পাঁচপীর ও বোদা সদর ইউনিয়নে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ গুলোতে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।