সোনালী ব্যাংকের ঝিনাইদহ জোনের ২৩টি শাখায় ৩৫০ জন কর্মকর্তাকে নিয়ে আজ শক্রুবার দিনব্যাপী ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেডের ঝিনাইদহ অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃআমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের খুলনা অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। এই মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে সোনালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ কার্যক্রম পরিচালনায় সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন। কাস্টমারদের সাথে ব্যাংক কার্যক্রম আধুনিক ও লাভজনক করার বিভিন্ন পরামর্শ তুলে ধরেন কর্মকর্তারা।