ঝিনাইদহের কালীগঞ্জে একটি বিশেষ অভিযানে রাতে ১২ মাদক মামলার আসামি গাঁজা ব্যবসায়ি শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪২) কে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মঙ্গলপৈতা গ্রামের মৃত এলাহী গাজীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি অভিযানিক দল বুধবার রাত সাড়ে ৩ টার দিকে অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ আটক করে। কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতেএই মাদক ব্যবসায়ির নিজ বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমরা কাজ করছি।