গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সমাজিক সংগঠন “কালীগঞ্জ কল্যাণ সংস্থার (স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরাম)’র উদ্যোগে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে “কালীগঞ্জ কল্যাণ সংস্থার (স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরাম)’র সভাপতি ইঞ্জি. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি পূর্বপাড়াস্থ বেগম রোকেয়া একাডেমীতে রক্তের গ্রুপ নির্ণয় পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য মো. নাজমুল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, “কালীগঞ্জ কল্যাণ সংস্থার (স্বদেশী প্রবাসী কল্যাণ ফোরাম)’র সদস্য মো. মোখলেছুর রহমান, আশরাফী মোহাম্মদ সাহেদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও বেগম রোকেয়া একাডেমীর প্রতিষ্ঠাতা মো. ইসমাইল হোসেন, কালীগঞ্জ পৌরসভার স্থাণীয় কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন প্রমূখ। পরে বেগম রোকেয়া একাডেমীর শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় কাজে কারিগরি সহযোগিতা প্রদান করেন কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান অর্জুন বাবু।