চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ নিদাগের পাড়ায় জয়গার বিরোধ নিয়ে প্রতিপক্ষের যড়যন্ত্রমূলক হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গাছবাড়িয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: মারুফ। এ সময় সাথে উপস্থিত ছিলেন মো: এয়াকুব,এনামুল হক,নাছির উদ্দিন ও মো:আরফার হোসেন প্রমুখ। তিনি তাদের তপশিল ভূক্ত জায়গা প্রতিপক্ষ দখলের অবৈধ চেষ্টায় লিপ্ত রয়েছে এবং তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা ,মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানোর প্রতি তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে চন্দনাইশে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।