আজ প্রকাশিত এইচএসসি ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে সেনবাগের লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ বৃহত্তর নোয়াখালীর ১৫টি মহিলা কলেজের মধ্যে প্রথমস্থান এবং সেনবাগ উপজেলার ৫টি কলেজর মধ্যে দ্বিতীয় বারের মতো প্রথম হয়েছে। এবছর লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ থেকে ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এরমধ্যে ৯৪ জন কৃতকার্য হয়। এরমেধ্যে ৯জন জিপিএ ৫ অর্জন করে এছাড়াও এ-৬১,এ ১৮ ও বি ৬ জন করে। পাসের হার ৯৬.৯.১%।
কলেজের অধ্যক্ষ লায়ন জাহাঙ্গীর আলম মানিক জানান,কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ওই ফলাফল অর্জিত হয়েছে। এরআগে ২০২০ সালে কলেজটির প্রথম ব্যাচে ১১৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলে শতভাগ পাস করে।এবং দ্বিতীয় ব্যাচ ২১ সালে ২৬৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬১ জন পাস করে সেনবাগ উপজেলা পর্যাযে প্রথম স্থান অর্জন করে। জিপিএ প্রাপ্তরা হচ্ছেঃ মাহিয়া উলফাত ,ফারজানা আক্তার, উম্মে জাহান রুপা, সুমাইয়া আক্তার, বজমে আরা নিলীমা ,সানজিদা ইয়াসমিন ,মোরশেদা আক্তার রিমি, মাহমুদা বেগম ও নাহিদা আক্তার সুমাইয়া