গত ৩ বছরে কয়েকটি রক্ষক্ষয়ী সংঘর্ষ ও পারিবারিক কলহের কারণে ৩১টি খুনের ঘটনা ঘটেছে। ২০২২ সালে ১২৬টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২০ সালে ১৫ টি,২০২১ সালে ৬টি,২০২২ সালে ১০টি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। তারপরও কেউ কেউ বলছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শান্তির বাতাস বইছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ২০২০ সালে ১৫ টি খুনের ঘটনা ঘটেছে-বছরের প্রথম দিন পহেলা জানুয়ারী, এক হাজার টাকার দেনা পাওনাকে কেন্দ্র করে নবীনগর পৌর এলাকার জাহিদুল ইসলাম সানি নামে এক যুবক খুন হয়। ১৪ ফেব্রুয়ারী নবীনগর পশ্চিম পাড়ায় ছেলের দায়ের কোপে খুন হন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলমগীর হোসেন। ২৪ ফেব্রুয়ারী সলিমগঞ্জ জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা থেকে এক ছাত্রীকে ধর্ষনের পর হত্যা। ৫ মার্চ গোসাইপুর গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে এক সংঘর্ষে হেকিম মিয়া মারা যায়।১৬ মার্চ সলিমগঞ্জ ইউনিয়নের নিখলী গ্রামে এক বখাটের হাতে আকলিমা বেগম নামে এক গৃহবধূ খুন। ১২ এপ্রিল কৃষ্ণনগরের থানাকান্দি গ্রামের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের লোকজন মোবারক মিয়ার পা কেটে নিয়ে যায়, চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল মারা যায়। ১৫ মে সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ২৩ জুন শ্রীরামপুর জমি থেকে গোপালপুর গ্রামের শিরিন আক্তারের লাশ উদ্ধার। ২৩ জুন লাউর ফতেহপুর গ্রামে এক সংঘর্ষের ঘটনায় আহত জয়নাল আবেদীন ২৮জুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ২ জুন সাহেবনগর গ্রামের দুই পক্ষের রক্ষক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হানিফ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন মারা যায়। ৩ জুলাই উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামে তবারক বিতরণেকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মো. হেবজু মিয়া সরকার (৫৫) মারা যায়। ১৮ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ফরিদ মিয়া (৬৫)নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের লোকজনের আঘাতে মারা যায়। ২৫ সেপ্টেম্বর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের পাক হাজীপুর গ্রামে চোরের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (৩৮) নামে এক প্রবাসী নিহত। ১৪ অক্টোবর বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে হানিফ মিয়া নামে এক যুবককে কুপিয়ে খুন করে বাড়ির পাশে ডোবায় কচুরিপানার নিচে রেখে যায় খুনিরা, পরদিন পানির নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ৩ নভেম্বর উপজেলার শ্রীরামপুর দত্তবাড়ির ওমান প্রবাসী জয়নাল মিয়ার স্ত্রী,এক সন্তানের জননী সুমী আক্তার (১৯)কে তার স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ নিহত সুমির পরিবারের।
২০২১ সালে ৬টি খুনের ঘটনা ঘটেছে, ১৭ ফেব্রুয়ারী কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে মিলন সরর্দার(৮৫)কে কুপিয়ে রক্তাক্ত জখম করে নিশংসভাবে হত্যা করে। ১৬ জুন সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামে পারিবারিক কলহে স্বামীর হাতে চার সন্তানের জননী মর্জিনা বেগম (৫৫) খুন। ১৮ অক্টোবর ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুরা গ্রামের তাজুল ইসলামের ছেলে মাহিন (১৩) নিখোঁজ হওয়ার আট মাস পর মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ২৫ নভেম্বর রতনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় মাসুদ মিয়া নামে এক ব্যক্তির হাতের ও পায়ের রগ কেটে নিশংসভাবে খুন করেছে প্রতিপক্ষ। ১৭ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নাটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩০)এবং নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫) ঘটনাস্থলেই মারা যান।
২০২২ সালে বিভিন্ন ঘটনায় ১০জন খুন হয়েছেন। ২০ জানুয়ারী শিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে স্বামীর হাতে নিশংসভাবে খুন হয়েছে রিয়ামনি (২০) নামে এক গৃহবধূ। ২৭ ফেব্রুয়ারী বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের অটোরিকসার চালক মোঃ আশিক মিয়া (১৫)কে হত্যা করে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দুর্গাপুর -খোষকান্দী রাস্তার পাশে ঘাসের জমিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ২৮ মার্চ আহাম্মদপুর গ্রামের কলেজ পড়-য়া আরিফুল ইসলাম রাফিকে ছুরিকাঘাতে খুন করে একই গ্রামের বখাটে প্রদীপ হাসান। ৪ এপ্রিল বাঘাউড়া গ্রামে আতিকুর রহমান সুমন নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৬ জুলাই বড়াইল ইউনিয়নের মেরাতুলি গ্রামের শাহ আলম মিয়া (৪২) সালিস করতে গিয়ে বল্লমের আঘাতে খুন হয়েছে। ওই হামলার ঘটনায় আহত আরাফাত ১৭ জুলাই মারা যায়। ১৫ আগস্ট নাটঘর ইউনিয়নের কুঁড়িঘর বাজারে জমির বিরোধ নিয়ে চাচাত ভাইয়ের হামলায় কুড়িঘর গ্রামের খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত। ২৭ আগস্ট বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে পেয়ারা পারা নিয়ে তর্কবিতর্কের জেরে বৈঠার বাড়িতে আসাদ খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত। ৩ ডিসেম্বর নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা ও মুক্তারামপুর দুই গ্রামবাসীর সংঘর্ষে কৃষক মো. শিতল মিয়া(৬৫) খুন। ৯ ডিসেম্বর নবীনগর পশ্চিম ইউপি’র লাপং গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সাতমোড়া ইউপি’র চেলিখলা গ্রামের ওমান প্রবাসী রুবেল লাশ হয়ে ফিরলেন। শ্বশুর বাড়িতে তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পুলিশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
নবীনগর থানার একটি সূত্র থেকে জানাযায়, ২০২২ সালে মোট মোট ১২৬ টি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে, এর মাঝে ৪৪ জন বিষ পানে,৩৬ জন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বাকিরা পানিতে ডুবে, বিদ্যুৎ পিষ্ট ও অজ্ঞাত বিবিধ কারণে মারা গেছে।
২০২০ সালের ৩ ডিসেম্বর উপজেলার বীরগাঁও ইউনিয়নের উত্তর দাশকান্দি গ্রামের পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নারী, ২০২২ সালের ৮ মার্চ গোপালপুর বাজারের পাশে পরিত্যাক্ত জঙ্গলের খাল থেকে ও ১৩ জুলাই সাহেবনগর গ্রামের পাশে যমুনা খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল বলেন, প্রতিটি খুনের ঘটনার সাথে সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার জড়িত রয়েছে। এসব খুনের মাধ্যমে বিভিন্ন স্থানে ও গ্রাম্য নেতাদের মাঝে চলে রমরমা বানিজ্য। অনেক সময় রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে ঘায়েল করতে ফাঁসিয়ে দেওয়া হয় খুনের মামলায়। আইনশৃঙ্খলাবাহিনীর একার পক্ষে দাঙ্গা বন্ধ করা কোন অবস্থাতেই সহজ হবেনা, রাজনৈতিক ও সামাজিকভাবে এসব ঘটনার নিরসন করতে হবে।
উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, ধারাবাহিকভাবেই নবীনগর দাঁঙ্গা প্রবন এলাকা, আমরা যদি পিছনের দিক তাকাই দেখবো ৭০ থেকে ৮০ টি মার্ডার বা হত্যা কান্ড ঘটেছে। বর্তমানে এবাদুল করিম বুলবুল এমপি মহোদয়ের প্রচেষ্টায় এলাকায় দাঁঙ্গা অনেকটা কমে এসছে। ৩১টি খুন দাঁঙ্গার কারণে হয়নি, কিছু খুন সামাজিক ও পারিবারিক কারণে হয়েছে। শিক্ষা ও সামাজিক অস্তিরতার কারণে হয়তো এই খুনের ঘটনাগুলো ঘটছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকভাবে দাঁঙ্গা নিরসন করার লক্ষে কাজ করে যাচ্ছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুউদ্দিন আনোয়ার বলেন, নবীনগর উপজেলা একটি দাঁঙ্গা প্রবন এলাকা, এলাকার গোষ্টিগত পেশি শক্তি, জমিজমা বন্টন নিয়ে বেশিরভাগ দাঁঙ্গার ঘটনা ঘটে, আমি দায়িত্ব নিয়েছি ৫মাস হয়েছে, বর্তমানে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, গত ৫মাসে একটি সংঘর্ষের ঘটনায় একজন প্রান হারিয়েছে। এমপি মহোদয়, পুলিশ সুপার স্যার ও নবীনগর সার্কেল স্যারের দিক নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দাঁঙ্গা নিরসন করার লক্ষে কাজ করে যাচ্ছি। অনেকটা কমেও এসেছে। সামাজিক ও মানুষিক অস্তিরতার কারণে আত্মহত্যার প্রবনতা বাড়ছে।