দিনাজপুরের চিরিরবন্দরে মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৩ দিন ব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সমাপ্ত হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারী সন্ধায় শেষ দিনে প্রতিষ্ঠানের ৪টি হাউস পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ জিয়াউল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, ব্রম্মপুর সাহাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবদুস সালাম নুরী, উপজেলা ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালক মোঃ মোস্তফা কামাল, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আপীল বিভাগের সদস্যসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সমাপনী দিনে হাউস ভিত্তিক ৪টি হাউসের পরিস্কার-পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, উপস্থিতি, শৃঙ্খলা, ক্রিয়েটিভ থিংকিং, নিজস্ব বুদ্ধিমত্তা, বিজ্ঞান প্রজেক্ট, নতুনত্ব, গ্যালারী সাজানো, সৌজন্যবোধ, দেয়ালিকা উপস্থাপন বিষয়ে পয়েন্টের ভিত্তিতে ফলাফল ঘোষনা করা হয়।