রোববার ৫ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা কয়েকটি ইউনিয়নে মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে।
উপজেলার পাড়িয়া ইউনিয়নে ৩ টি, ২নং চাড়োল ইউনিয়নে ১ টি ও ৩ নং ধনতলা ইউনিয়নে ৬ টি পুজা মন্ডপে মোট ১২ টি মূর্তি ভাংচুর করছে।
১। জাউনিয়া কলেজপাড়া বুড়ি কালী মন্দির এর মুর্তি ভাংচুর, ২। জাউনিয়া বসাকপাড়া বন কালী মন্দির এর মুর্তি ভাংচুর, ৩। সিন্দুর পিন্ডি হরিবাসর মুর্তি, ৪। সিন্দুরপিন্ডি হরিবলা ঠাকুর ২টি, ৫। সিন্দুরপিন্ডি কামাত পাড়া কালি মন্দির মুর্তি ২ টা, ৬। রাস্তার পার্শ্বে আমাতি ঠাকুর ৫টি।
এলাকাবাসীর অভিযোগ গভীর রাতে এই জঘন্য কাজ করেছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষে হয়তো এধরনের কাজ করেছে যা মোটেও কাম্য নয়।
পুজা মন্ডপের কমিটির পক্ষ থেকে তারা প্রতিবাদ স্বরুপ মানববন্ধন করবে বলে জানিয়েছেন।
খবর পেয়ে আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সচেতন মূলক পদক্ষেপ নেবে।’
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা উদ্দেশ্যে প্রণোদিতভাবে ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আতঙ্কিত না হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার কথা বলেন তিনি।