মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাহিত্য চর্চা ও বিক্রমপুরের ঐতিহ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এস,টি,এস ফাউন্ডেশনের আয়োজনে টাচিং সোলস ইন্টারন্যাশনাল (টি,এস,আই) এর সহযোগিতায় শনিবার সন্ধ্যায় উপজেলার কুসুমপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেষজ বিজ্ঞানী ও লেখক সৈয়দ টিপু সুলতান।
মাসিক বিক্রমপুরের সম্পাদক ও সংগঠক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও কুসুমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্যে প্রধান আলোচক ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন ও বিশেষ আলোচক ছিলেন অধ্যাপক সামসুল হক হাওলাদার, কবি ফাহিম ফিরোজ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবাল। অনুষ্ঠানে সৈয়দ টিপু সুলতানের লেখা 'লংমার্চ' কানসার্ট থেকে চিলমারী বন্দর এ বইয়ের উপর আলোচনা করেন সাংবাদিক নজরুল ইসলাম বাবুল।
এ সময় আরো অতিথিদের মধ্যে কবিতা পাঠ করেন লেখক সৈয়দ মাহমুদ হোসেন, শিক্ষক ও লেখক মোহাম্মদ মোক্তার হোসেন, অভিনেতা আবৃত্তিকার মো. শাহিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোশাররফ হোসেন, কুসুমপুর উচ্চবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় অর্ধশত মানুষ।