শুক্রবার রাত ১২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা মধ্যবাজার স্বর্ণকার পট্টি সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে বীর মুক্তিযোদ্ধা মাঙ্গন সাহেব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মরহুম শহীদুল্লাহ ভিসি একাদশের পক্ষে খেলেন ভারতীয় খেলোয়াড় আরিয়ান ও ভিনাই। প্রান্ত এন্টারপ্রাইজের পক্ষে খেলেন বাংলাদেশের খেলোয়াড় ঝুমুর ও লিপটন। প্রান্ত এন্টারপ্রাইজ ২-১ সেটে মরহুম শহীদুল্লাহ ভিসি একাদশকে পরাজিত করেন। বীর মুক্তিযোদ্ধা মাঙ্গন সাহেব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩’র খেলায় ৬টি দল অংশগ্রহণ করেন।
মেসার্স মাঙ্গন কন্সট্রাকশন'র পৃষ্ঠপোষকতায় ও চলন্তিকা ক্রীড়া চক্রের আয়োজনে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেসার্স মাঙ্গন কন্সট্রাকশনের স্বত্বাধিকারী তানভীর আহমেদ তাপস। উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল আলীম স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, বিশিষ্ট আইনজীবী এড. আশরাফ হোসেন চান্টু, আওয়ামী লীগ নেতা মাহাবুবুল আলম সেলিম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সরকারি কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ চলন্তিকা ক্রীড়া চক্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক দর্শক টুর্নামেন্টের আজকের খেলাগুলো উপভোগ করেছেন।