গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎপৃষ্টে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু। তার নাম আব্দুল্লাহ হোসেন সুহিন (১৫)। সুহিন মালয়েশিয়া প্রবাসী আবদুস ছালামের একমাত্র সন্তান। সে স্থানীয় বরুন উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩ সালের একজন এসএসসি পরীক্ষার্থী। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের বরুন মুন্সি বাড়ির বিলে ঘটেছে।
মৃতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে মুন্সিবাড়ির বিলে নিজের ডাঙ্গায় মাছ ধরার জন্য সুহিন বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে ডাঙ্গা সেচের সময় ৪টার দিকে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় আব্দুল্লাহ সুহিন বিদ্যুতায়িত হয়। এ সময় সহপাঠীরা আহত অবস্থায় সুহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাপাসিয়া থানার উপপরিদর্শক আবদুল আলীম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃত দেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।