বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা আনতে একটি কঠোর আইনের দাবি দীর্ঘদিনের। তিন বছর আগে ২০১৮ সালের ২৯ জুলাই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মাঠে নামলে বিষয়টি আবার সামনে আসে। শিক্ষার্থীদের দাবির মুখে কঠোর শাস্তির বিধানসংবলিত একটি আইন সরকার সংসদে পাস করে। প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন আইনে বলা আছে, কোনো মোটরযানের কারণে দুর্ঘটনায় কেউ আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হলে কিংবা মারা গেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ বা চিকিৎসা খরচ দিতে হবে। সড়ক পরিবহন আইনের ৫৩ ধারায় বলা হচ্ছে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য আর্থিক সহায়তা তহবিল নামে একটি তহবিল গঠন করা হবে। এই তহবিল পরিচালনা করতে প্রতিটি মোটরযানের বিপরীতে মালিকদের কাছ থেকে বার্ষিক বা এককালীন চাঁদা আদায় করা হবে। সড়ক পরিবহন বিধিমালায় বলা হয়েছে, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বা মৃত ব্যক্তির উত্তরাধিকারীকে আর্থিক সহায়তা দিতে আর্থিক সহায়তা তহবিলে গাড়ির মালিকদের চাঁদা দিতে হবে। কিন্তু বিধিমালা না থাকায় আইনটি পুরোপুরি কার্যকর করা যাচ্ছিল না। সম্প্রতি বিধিমালা জারি হয়েছে। বিধিমালার ১৪১ ধারায় আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করে দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে আর্থিক সহায়তার পরিমাণ হবে এককালীন অন্তত পাঁচ লাখ টাকা। দুর্ঘটনাকবলিত ব্যক্তির গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্তত তিন লাখ টাকা। গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্তত তিন লাখ টাকা। এ ছাড়া গুরুতর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে অন্তত এক লাখ টাকা। জানা গেছে, ক্ষতিপূরণের অর্থের সঠিক জোগান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ তহবিল গঠন প্রক্রিয়া অনুসারে দ্বিতীয় বছর চাঁদার পরিমাণ কমে আসবে। কারণ প্রথম বছর মোট তহবিলের ৮০ শতাংশ অর্থ (৪০০ কোটি) মোটরসাইকেল খাত থেকে এককালীন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য যান প্রতিবছর চাঁদা দিলেও একটি নিবন্ধিত মোটরসাইকেলকে পরের বছর আর চাঁদা দিতে হবে না। ফলে পরের বছর তহবিলের টাকা ১০০ কোটির নিচে নেমে আসবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের পক্ষ থেকে এই তহবিলে এককালীন বরাদ্দ দিতে হবে। অন্যদিকে শিগগির সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা চাই- ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছানো নিশ্চিত করা হোক।