গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চেরাগআলীর টোকিও টাওয়ারে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন।
সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জঙ্গীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেতা আমির হোসেন মোল্লা, গাজী নুরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, আবু তালেব, দ্বীন ইসলাম লিটন, শামসুর রহমান মাসুদ, এহসানুল হক শিমুল প্রমুখ।