মেহেরপুরের গাংনীতে সংসার করতে অস্বীকৃতি জানালে স্বামীর উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন লাবনী খাতুন (৩০) নামের এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। লাবণী খাতুন বর্তমানে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে। লাবনী খাতুন হিন্দা গ্রামের কাতার ফেরত সুমনের স্ত্রী ও হোগলবাড়িয়া গ্রামের আবদুর রহিমের মেয়ে।
হিন্দা গ্রামের ইউপি সদস্য খোকন জানান,লাবনী খাতুন ও সুমন আপন খালাতো ভাইবোন। বিয়ের স্বীকৃতির দাবিতে বুধবার সন্ধ্যায় লাবনী খাতুন সুমনের বাড়িতে আসে। সুমন সহ তার পরিবারের সদস্যরা স্বীকৃতি দিতে রাজি না হওয়ায় সমঝোতার জন্য স্থানীয়দের বৈঠকের আহবান করে সুমনের বাবা আবদুর রহিম। বৈঠকে সুমন লাবনী খাতুনকে স্ত্রীর মর্যাদা কিংবা স্বীকৃতি দিতে রাজি না হওয়ায় বৈঠক ভেস্তে যায়। পরে লাবনী খাতুন সুমনের বাড়িতে বিষপান করেছে বলে শুনতে পায়। সাবেক ইউপি সদস্য জেকের আলী বলেন,সুমন প্রবাসে থাকা কালিন সময়ে মোবাইল ফোনে বিয়ে করে। এর দেশে ফিরে গোপনে বাওট ছাতিয়ান এলাকায় বিয়ে করে। এখন সুমন তাকে গ্রহন করতে রাজি না হওয়ায় লাবনী খাতুন বিষপান করে আত্মহত্যা চেষ্টা করেছে।
লাবনী খাতুনের মা হেলেনা খাতুন জানান, কাতারে থাকার সময়ে সুমনের সাথে তিন বছর আগে মোবাইল ফোনে লাবনী খাতুনের বিয়ে হয়। এর মাস খানেক পর সুমন দেশে ফিরে আসলে বাওট ছাতিয়ান এলাকার এক কাজীর অফিসে বিয়ে হয়। বিয়ের পর সুমন তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতো কিন্তু এখন সংসার করতে অস্বীকৃতি জানাচ্ছে। এই অভিমানে তার মেয়ে বিষপান করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।