মুগ্ধতা মেশানো বিদায় সংবর্ধনা পেলেন কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। বৃহস্পতিবার উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিণ্ঠানের (স্কুল ও মাদ্রাসা) পক্ষ থেকে দেওয়া হয় বদলীজনিত এ বিদায় সংবর্ধনা। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেনের সভাপতিত্বে আবেগঘন বক্তব্য রাখেন বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। অ্যাকাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উত্তরোত্তর সাফল্য. পারিবারিক সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, রঘুনাথপুর দারুস সুন্নাত নিছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইমাম হোসেন, হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবদুস সাত্তার ভূঁইয়া, দুলালপুর চন্দ্রমণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, দুলালপুর আমিরুল ইসলাম বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ একেএম আতিকুর রহমান, দৌলতপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মো. ইব্রাহিম প্রমুখ। এতে বক্তারা উপজেলার শিক্ষা ও উন্নয়নসহ সকল বিভাগে ইউএনওর আন্তরিক সহযোগিতা ও অবদানের কথা স্মরণ করেন। শেষে বিদায়ী অতিথিকে ভালোবাসা ও শ্রদ্ধায় শুভেচ্ছা উপহার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে ২০২০খ্রি. ২০ জুলই হোমনায় যোগদান করেন। তিনি পরবর্তী কর্মস্থল চট্টগ্রামের কাপ্তাই উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করবেন।