যেকোনো দেশের জন্য তরুণ প্রজন্ম আগামী দিনের আশার আলো, কিন্তু এই তরুণ প্রজন্মকে যদি সঠিক পথে সন্ধান দেওয়া না যায় তাহলে তা দেশের জন্য উদ্বেগ জনক। সমাজে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে চলছে প্রতিনিয়তই প্রচলিত ধারার অপরাধের সাথে যুক্ত হচ্ছে নতুন ধারার অপরাধ। এই ধারার এক নতুন সংযোজন হলো কিশোর গ্যাং কালচার।
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কিশোররা গড়ে তুলছে গ্যাং। প্রথমে দেখা যেতো কিশোররা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারা ধর্ষণ, খুন, ছিনতাই, মাদকবাণিজ্য, চাঁদাবাজির মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে।
বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হিসাব মতে গত ১৭ বছরে শুধুমাত্র রাজধানীতেই কিশোর অপরাধীদের হাতে খুন হয়েছে ১২০ জন মানুষ, যেখানে গত ২ বছরেই খুন হয়েছে ৩৪ জন। দেশে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে প্রায় ৬০৮ জন কিশোর গ্যাং সদস্য। যার ভিতর ৩০ জনকে অর্থদণ্ড ও ১০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পরিবারের জিম্মায়। উদ্বেগজনক তথ্য হলো, শুধুমাত্র রাজধানীতেই কিশোর গ্যাংয়ের সংখ্যা প্রায় ৭৮ টি যেখানে প্রায় সদস্য সংখ্যা ২ হাজারেরও বেশি। এইসব সদস্যদের কাছে রয়েছে দেশি বিদেশি নানা রকমের অস্ত্র,যেগুলো তারা ব্যাবহার করে খুন ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধে। এইসব গ্যাংয়ের সদস্যরা অনেকেই অবস্থান করে রাজনৈতিক ছায়ায় আবার অনেকেই অনুচর হিসেবে কাজ করে দেশের শীর্ষ সন্ত্রাসীদের অধীনে।
বর্তমানে এইসব কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে, রাজধানীর বাইরে সাভারে প্রায় ১৫টি, টঙ্গীতে ৩০টি এবং নারায়ণগঞ্জে বেশ কয়েকটি গ্রুপ সংশ্লিষ্ট অঞ্চলগুলোকে অপরাধের অভয়ারণ্য বানিয়ে রেখেছে। ফলে ঢাকায় প্রতি মাসে ১৫-২০টি খুন হচ্ছে। চট্টগ্রাম নগরে ৪৭ জন ‘বড় ভাই’ এর অধীনে প্রায় ৩১টি গ্রুপে ৬০০ সদস্য ৪৫টি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। যা ওইসব এলাকার জন্য মূর্তিমান আতংকের আরেক নাম। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতর দিয়ে জনপ্রিয় হয়ে উঠছে এইসব গ্রুপ, একটি গ্রুপের দেখাদেখি ব্যাঙের ছাতার মতো জন্ম নিচ্ছে হাজারো কিশোর গ্যাংয়ের গ্রুপ।
পারিপার্শ্বিক নানা কারণে আগেও অপরাধের তালিকায় নাম এসেছে কিশোরদের, শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্বল ভূমিকা, পারিবারিক শিক্ষার অভাবে অল্প বয়সেই কিশোররা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে পরবর্তীতে তারা গঠন করছে কিশোর গ্যাংয়ের মতো সংগঠন। এইসব কিশোরদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনা আমাদের একান্ত কর্তব্য। কিশোর গ্যাং প্রতিরোধ করা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়, এগিয়ে আসতে হবে সমাজের সব স্তরের মানুষকেই। এই অপসংস্কৃতির অবসান ঘটাতে পারলেই দেশ ও জাঁতি ভয়াবহ একটি দুর্যোগ থেকে নিস্তার পাবে।