শেরপুরের নকলা সদরের সরকারি হাজী জালমামুদ কলেজের নবীন বরন অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে আয়োজিত ইউএনও বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রশিদ,ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী ও ভাইসচেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। এ অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।