শেরপুরের নকলা উপজেলাধীন নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহণকারী শিক্ষক শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আবদুর রব এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রশিদ প্রমুখ।