কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর পাঠদান উদ্বোধন করা হয়েছে। আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে হিসাববিজ্ঞান প্রভাষক আলী আক্কাস ও সমাজকর্ম প্রভাষক রিয়াজ মাহমুদ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থনীতি বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম, বাংলা বিভাগীয় প্রধান তাহমিনা আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগীয় প্রধান নাজনীন আক্তার। বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান হাসান আহম্মেদ মজুমদার, গণিত বিভাগীয় প্রধান নুরুল আফসার, শিক্ষার্থী মাছুম বিল্লাহ, জান্নাতুল ফেরদাউস সানজিদা, আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ও একাদশ শ্রেণী পাঠদান উদ্বোধন অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় কলেজের বিভিন্ন প্রামান্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শুরুতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফুল দিয়ে নবীনদেরকে বরণ করে নিয়েছে।