ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের লিমিয়া আক্তার আশা (১৪) কে বাল্য বিয়ে দেওয়ার দায়ে গত রোববার ভ্রাম্যমান আদালত কণের পিতা আসলাম খানকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে কণের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানের অন্যরা হলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার ও মোবাইল কোর্ট পেশকার মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ। জানা যায়, লিমিয়া আক্তার আশা ওই গ্রামের লোহারটেক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। প্রশাসনিক নিষেধ করার পরও গত ১৯ জানুয়ারী পার্শ্ববতী আঃ করিম মৃধা ডাঙ্গী গ্রামের সৌদী প্রবাসী মোঃ মনির শেখের সাথে তাকে চুপিচাপি বিয়ে দেওয়া হয়। পরবর্তিতে স্কুল ছাত্রীর বিয়ের ঘটনা প্রকাশ হলে ভ্রাম্যমান আদালত কণের বাড়ীতে গিয়ে যাচাই পূর্বক নগদ ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়।