প্রকল্পের কাজ না দেওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমানবন্দর সড়ক উন্নয়ন সম্পর্কিত একটি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানীর উপর ঠিকাদারের লোকজনের হামলার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ওই মানব বন্ধনে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা প্রকৌশলী মো: শাহিনুর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান রানা,উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের,হিসাব রক্ষক মীর হোসেন মৃধা, অফিস সহকারী সফিকুল ইসলাম খন্দকার সহ অন্যান্য কর্মচারী বৃন্দ। এ সময় উপজেলা প্রকৌশলী শাহিনুর আলম সহ উপস্থিত সকলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)র পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য গত ২৯ জানুয়ারি প্রকল্পের কাজ না দেওয়ায় জনৈক স াহাব উদ্দিনের নেতৃত্বে ঠিকাদার নামধারী ১০/১২ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানীকে শারিরীক ভাবে লাঞ্চিত করে। এ গঠনায় সারাদেশে প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।